শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার সকালে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুরুজ আলী (২৬)-কে গ্রেফতার করেছে। শহরের অফিসার্স কলোনী এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই এলাকার মুর্তজার ছেলে সুরুজ আলীকে মাদক বিক্রির অপরাধে মামলা করা হয় আদালতে। আদালত তার অনুপস্থিতিতে প্রায় ৩ মাস আগে সুরুজ আলীকে ৬ মাসের কারাদ- প্রদান করেন। সেই থেকে সুরুজ আলী পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সুরুজ আলীকে তার বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আউয়াল। তিনি বলেন, এখানকার পুলিশ সৈয়দপুরকে মাদকমুক্ত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
মাদকসেবীর কারাদ-
নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে সাদ্দাম (২২) নামের একজন মাদকসেবীকে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আাদলত। গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত মাদকসেবী সাদ্দামকে এই দ-াদেশ দেন। দ-প্রাপ্ত সাদ্দাম সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেঁজুরবাগ মহল্লার মো. সামসাদের ছেলে। গত শুক্রবার সকালে গাঁজা সেবনকালে সাদ্দামকে হাতেনাতে আটক করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন