রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নিষিদ্ধ নিরবকে ছাড়পত্র দিলো মালয়েশিয়া সরকার!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:০২ পিএম

বাংলাদেশের মডেল অভিনেতা নিরব। সদা হাসি খুশি এই নায়ক একাধারে কাজ করে যাচ্ছেন চলচ্চিত্রে। এখন তিনি অভিনয় করছেন ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে। আর একদিন শুটিং করলে চলচ্চিত্রটির পুরো শুটিং সম্পন্ন হবে। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের প্রিয়াঙ্কা। এছাড়া এই নায়ক কয়েকদিন আগে শেষ করেছেন ‘আব্বাস’র শুটিং। সাইফ চন্দনের পরিচালনায় এতে নিরবের বিপরীতে দর্শক দেখতে পাবেন সোহানা সাবা ও সূচনা আজাদকে। দেশের গোন্ডি পেরিয়ে নিরবকে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড চলচ্চিত্রেও। এগুলো সবারই কম বেশি জানা।
এই প্রেমিক পুরুষ গত পাঁচ বছর আগে অভিনয় করেছিলেন মালয়েশিয়ার একটি চলচ্চিত্রেও। ‘বাংলাশিয়া’ নামের এই চলচ্চিত্রে নিরবের বিপরীতে অভিনয় করেছিলেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি। দীর্ঘ সময় পার হলেও ‘বাংলাশিয়া’ এখনো দর্শক উপভোগ করতে পারেননি। কারণ চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের পর তৎকালীন মালয়েশিয়ান সরকার চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ করে দেন। শুধু তাই নয়, ‘বাংলাশিয়া’র প্রদর্শন নিষিদ্ধ করেন পুরো বিশ্বে। যে কারণে শুধু মালয়েশিয়াতেই নয়, বিশ্বের কোনো দেশেই চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেননি প্রযোজনা সংস্থা।
তবে হালও ছেড়ে দেননি। তাইতো দীর্ঘ সময় পার হলেও অবশেষে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। তাও আবার সেদেশেরই শতাধিক প্রেক্ষাগৃহে। এমন খবর সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন খোদ নিরবই। তিনি জানান, ‘দেরিতে হলেও শেষ পর্যন্ত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। বেশ আনন্দ লাগছে। ধরেই নিয়েছিলাম চলচ্চিত্রটি আর দর্শক উপভোগ করতে পারবেন না। আমরা শিল্পীরা যেসব কাজ করি। তা দর্শকদের জন্যই করি। কিন্তু কাজটি যদি দর্শক নাই দেখতে পান তাহলে সেই কাজের কোনো স্বার্থকতা নেই বলে আমার মনে হয়। তাই বলবো দেরিতে হলেও দর্শক এটি দেখতে পাবেন। মালয়েশিয়ার একশত ছয়টা প্রেক্ষাগৃহে ‘বাংলাশিয়া’ উপভোগ করবেন দর্শক। এটা সত্যিই আমার জন্য বেশ আনন্দের।’
চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে আগামী ২৫ ফেব্রুয়ারি (সোমবার) রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন নিরব। কারণ ২৮ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। চলচ্চিত্রটির প্রোমোশন ও প্রিমিয়ারে অংশ নেবেন নিরব। সে কারণেই নিরবের মালয়েশিয়া যাত্রা। কয়েকদিনের যাত্রা শেষে তিনি দেশে ফিরবেন আগামী ৩ মার্চ।
‘বাংলাশিয়া’য় নিরবকে দেখা যাবে কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে। চরিত্র সম্পর্কে নিরব জানিয়েছেন, ‘চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারে অন্যতম একটা অর্জন হতে যাচ্ছে। এমন একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ না পেলে বড় অর্জন থেকে বঞ্চিত হতাম।’
উল্লেখ্য, ‘বাংলাশিয়া’ নিষিদ্ধ হওয়ার কারণ সম্পর্কে জানা যায় ‘এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল চলচ্চিত্রটিতে যা মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যায়। তাই সরকার চলচ্চিত্রটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন