শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমা আহ্বান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ এর জন্য চলচ্চিত্র আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীরা মার্চের ৭ তারিখ বিকাল ৫টার মধ্যে উন্নতমানের প্রিন্টের ডিভিডি জমা দিতে পারবেন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের অফিস বা ওয়েবসাইট থেকে আবেদনপত্র গ্রহণ করা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৮টি বিভাগে দেয়া হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছু নিয়ম মেনে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র জমা দিতে পারবেন। পুরস্কারের জন্য ১২টি শর্তের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো, কেবল বাংলাদেশি নাগরিকরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে। যৌথ প্রযোজনার চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। তবে সেই সিনেমায় বিদেশি শিল্পী-কলাকুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য অবশ্যই সিনেমাটিকে সেন্সর সনদ পেতে হবে এবং নির্ধারিত বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। স্বল্পদৈর্ঘ্য এবং প্রমাণ্যচিত্রের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা না থাকলেও নির্ধারিত বছরে সেন্সর সনদ পেতে হবে। কাহিনীর ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক/প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনী পুরস্কারে বিবেচিত হবে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ সম্পর্কিত যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট জুড়ি বোর্ডের সিদ্ধান্ত চ‚ড়ান্ত বলে বিবেচিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন