মৌমাছির কামড়ে পীরগঞ্জে রবিউল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিউল গতকাল দুপুরে বাড়ি থেকে নাকাটিহাট যাওয়ার জন্য বের হয়ে ভোমদা মাদরাসার কাছে পৌছলে রাস্তার ধারে গাছে থাকা মৌমাছির চাক তার ওপর ভেঙে পড়ে। এসময় সে মৌমাছির কামড়ে আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামের চেঙ্গু মোহাম্মদের ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন