বউ পিটিয়ে ফের আলোচনায় এলেন ভার্চুয়াল জগতে ব্যাপক আলোচিত ‘হিরো আলম ’। দীর্ঘদিন বাইরে কাটিয়ে মঙ্গলবার রাতে বগুড়া সদরের এরুলিয়ায় তার পৈর্তৃক নিবাসে এসে নিজের ঘরে শুয়ে মোবাইল ফোনে এক শো’বিজ নায়িকার সাথে দীর্ঘক্ষন কথা বলায় বিরক্ত হয়ে তার স্ত্রী তাকে ঘুমানোর পরামর্শ দিলে তেলে বেগুনে জ্বলে উঠে সে । স্বামী স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে সে স্ত্রীকে চড় থাপ্পড় মারলে তার স্ত্রী নিজের বাবাকে ডেকে আনে । এতে আরও ক্ষিপ্ত হয়ে হিরো আলম শ্বশুরের সাথেও খারাপ আচরণ করে ।
এক পর্যায়ে আলমের শ্বশুর ও স্ত্রী এবং আরও দু’একজন আত্মীয় মিলে ধোলায় করে তাকে । ধানায় মামলা করার কথা বলে সে বাড়ির বাইরে গেলে তার শ্বশুরও নিজের মেয়েকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করে দেয় । রাতেই বগুড়া সদর থানায় হিরো আলম স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ ওই অবিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে জানতে পারে আসল ঘটনা ।
ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে হিরো আলম । প্রতিবেশিরা পুলিশকে জানিয়েছে , এলাকায় হিরো আলমের কেবল নেটওয়ার্কের ব্যবসা থেকে মাসে লাখ টাকার ওপরে আয় হয় । ওই টাকার পুরোটাই সে
রাজধানী ঢাকার বনশ্রীতে বসবাস ও শো;বিজের কথিত নায়িকাদের পেছনে খরচ করে থাকে । তার শ্বশুর সাইফুলও বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন