শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মন্দিরে আজান বিতর্কে স্বস্তিকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১১:১০ এএম

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন ‘ঠোঁটকাটা’ স্বভাবের এই নায়িকা। কয়েক দিন আগে দুর্গাপূজার কার্নিভ্যালে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই বিতর্কের জন্ম দিলেন তিনি।

‘মিটু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব’— এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাসভায় যোগ দেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক। হোক আলোচনা, বাড়াও চেতনা, মুক্ত হোক মন।’

এসব ছবির মধ্যে কয়েকটি ছবিতে দেখা যায়, এসএফআই-এর ‘প্রতিবাদী’ পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন স্বস্তিকা। যেখানে বড় বড় হরফে লেখা—‘আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম।’ ব্যাস, এ লেখা দেখেই চটেছে নেটিজেনরা। অনেকে স্বস্তিকাকে নিয়ে ট্রল করছেন।

সুদীপ ঘোষ লিখেছেন, ‘মন্দিরে আজান খুব ভালো, সাহস করে মসজিদে কীর্তনটা লেখার জন্য বুকের পাটা দরকার হয়।’ টিটু বিশ্বাস লিখেছেন, ‘সবসময় মন্দিরে আজান কেন? মসজিদে কীর্তনটাও লিখুন। ধর্মনিরপেক্ষতার নামে তোষণ নীতি দিয়ে আর যাই হোক বিপ্লব সম্ভব না!’ আরেকজন লিখেছেন, ‘চোখে চশমা পড়ে, কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ ঝুলিয়ে এনারা নিজেদেরকে খুব উচ্চশিক্ষিত মনে করেন।’

বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আর ট্রলের মুখে পড়লেও এখনো এসবের জবাবে মুখ খুলেননি স্বস্তিকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন