শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় সাঁতারে নৌবাহনীর আধিপত্য

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। চারদিন ব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয়দিন পর্যন্ত নৌবাহনী ১৩ স্বর্ণ, ১২ রৌপ্য ও সাতটি ব্রোঞ্জসহ ৩২টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। পাঁচটি করে স্বর্ণ ও রৌপ্য এবং নয়টি ব্রোঞ্জসহ ১৯ পদক জিতে দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মিরপুরস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের পুলে আসরের দ্বিতীয় দিন ১০টি ইভেন্টের মধ্যে ছয়টিতে নতুন জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। পুরুষদের ৪০০ মিটার ব্যাক্তিগত মিডলেতে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ৪ মিনিট ৫০ সেকেন্ডে ২০১৬ সালে গড়া নিজের রেকর্ড ভাঙ্গেন। তিন বছর আগের ওই রেকর্ডটি ছিল ৪ মিনিট ৫২.১৫ সেকেন্ডের। মহিলাদের এই ইভেন্টে নতুন রেকর্ড গড়েন লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ। ২০১৬ সালে রোমানা আহমেদের করা ৫ মিনিট ৪৭.৫৯ সেকেন্ডের রেকর্ডটি তিনি ভাঙ্গেন। নৌবাহিনীর সাঁতারু জুনাইনা ৫ মিনিট ৩৭.৬১ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করে গড়েন নতুন রেকর্ড। পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা ২৩.৮৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের ২৩.৯৮ সেকেন্ডের রেকর্ডটি ভাঙ্গেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ১ মিনিট .৭৬ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করে ২০০৫ সালে রুবেল রানার গড়া ১ মিনিট ১.৯৬ সেকেন্ডের রেকর্ডটি ভাঙ্গেন। পুরুষদের ৪ গুনিক দু’শ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর আসিফ রেজা, মনিরুল ইসলাম, পলাশ চৌধুরী ও মাহমুদুন্নবী নাহিদ আট মিনিট ১৬.৩৬ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। মহিলাদের এই ইভেন্টে একই সংস্থার জুনাইনা, সোনিয়া আক্তার, মাহফুজা খাতুন শিলা ও সোনিয়া আক্তার টুম্পা ৯ মিনিট ৫২.৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন