শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিউজিক ভিডিওতে নতুন রূপে আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

প্রকাশিত হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন গানের মিউজিক ভিডিও। নতুন গান মানে নতুন রূপে ভিডিওতে হাজির হন আঁখি। এবার সম্পূর্ণ নতুন লুকে হাজির হচ্ছেন এই শিল্পী। তার নতুন গান ‘ল্যায়লা’তে নতুন রূপে হাজির হচ্ছেন এই তারকা। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অ¤øান চক্রবর্তী। ভিডিও নির্মাণে কলকাতার টিভিওয়ালা মিডিয়া। ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। পৃষ্ঠপোষকতায় প্রাণআপ। আঁখি বলেন, অনেকদিন পর নিজের একক গান প্রকাশ করছি। দীর্ঘ একটা বিরতি দিয়েছি বলেই অনেক প্ল্যান আর আয়োজন করে এই ভিডিওটি তৈরি করেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্ন। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে। তাই এই গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুন সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ল্যায়লা’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন