শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম লিটন (৪২)-কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করা হয়েছে। আহত লিটন বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোঃ আতর আলী মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে লিটন বালিয়াকান্দি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় সোনার মোড় এলাকার মুদি দোকানে এসে ২টি বিস্কুট চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লিটনকে ইয়াদ আলীর ছেলে হেলা, ফেলাসহ ৪-৫ জন তাকে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন