অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের পথ আরো প্রসস্থ করেছে পিএসজি। ঘরের মাঠে পয়েন্ট তালিকার চার নম্বর দল মার্শেইয়ের বিপক্ষে ৩০ গজ দূর থেকে এদিন ফ্রিকিক থেকে দারুণ একটি গোল করেন ডি মারিয়া।
দলে নেইমারের অভাব যেন বুঝতেই দিচ্ছেন না আর্জেন্টাইন উইঙ্গার। ৩-১ গোলের জয়ে কিলিয়ান এমবাপের গোলেও ছিল তার সহায়তা। মৌসুমে এদিন ২৬তম লিগ গোলের দেখা পান এমবাপে। শেষ দিকে পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার। ৬২তম মিনিটে নিজ এরিয়ার বাইরে হ্যান্ডবল করে গোলরক্ষক স্টিভ মানদান্দা মাঠ ছাড়লে বাকি সময় দশজনের দল নিয়ে খেলতে হয় মার্শেইকে। এই জয়ে শিরোপার পথে ২০ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি।
প্রিমিয়ার লিগে অবশ্য সেই সুযোগ নেই। এখানকার শীর্ষস্থান নিয়ে শুরু হয়েছে ইঁদুর বিড়াল খেলা। এক ম্যাচ বেশি খেলে আবারো শীর্ষে উঠে এসেছে লিভারপুল। বাকি দলগুলোর লড়াই শীর্ষ চারে থাকা নিয়ে। সেই লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছে চেলসি।
পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল ফুলহামের বিপক্ষে লিভারপুলের জয় প্রত্যাশিতই ছিল। এরপরও জয় পেতে ঘাম ছুটে যায় ইয়ুর্গুন ক্লপের শিষ্যদের। প্রথমার্ধে সাদিও মানের মৌসুমের ২০তম গোলে এগিয়ে গেলেও ৭৬তম মিনিটে রায়ান বাবেলের গোলে মূল্যবান এক পয়েন্টের স্বপ্ন দেখছিল ফুলহাম। কিন্তু ৮১তম মিনিটে জেমস মিলনারের পেনাল্টি গোল স্বাগতিকদের সেই স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেয়। ১ মার্চের পর দুই পয়ন্টের ব্যবধানে আবারো শীর্ষে উঠে যায় রেড ডেভিলরা।
এ নিয়ে লিগে শেষ ২৬ ম্যাচের ২৫টিতেই হারল ফুলহাম। আন্তর্জাতিক বিরতির পর ৩০ মার্চ এই ফুলহামকে হারিয়েই আবার শীর্ষে ফেরার সুযোগ পেপ গার্দিওলার সিটির সামনে।
ইউরোপা লিগে দারুণ খেলা উপহার দেওয়া চেলসির অবশ্য শেষ রক্ষা হয়নি। এভারটনের মাঠে তারা হেরেছে ২-০ গোলে। সুযোগ ছিল জয় নিয়ে পয়েন্ট তালিকার চারে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলার। কিন্তু তা না হওয়ায় ছয়ে থেকেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে মাউরিসিও সারির দলকে। ৬০ পয়েন্ট নিয়ে চারে গানাররা, ৫৭ পয়েন্ট চেলসির। ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওলে গানার সুলশারের ম্যানচেস্টার ইউনাইটেড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন