আরও ২ বছর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) থাকছেন প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। নতুন করে আগামী ২ বছরের জন্য স্বাস্থ্য অধিদফতরের ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী ১৪ এপ্রিল স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। কিন্তু পিআরএল বাতিলের শর্তে পুন:রায় তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। আগামী ১৫ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) থাকার সময় ২০১৬ সালের ২১ আগস্ট প্রফেসর আজাদকে ডিজি পদে নিয়োগ দেয়া হয়। ওই বছরের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ পদে যোগ দেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন