টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর ২০১৯-২০২০ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর মাজহারুল আনোয়ার খান শিপু। গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের সর্বসম্মতিতে সাত সদস্যের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। নতুন কমিটিতে ট্রেজারার হয়েছেন ডেইলি সানের শামীম জাহাঙ্গীর, সাংগাঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের শাহীদ বাপ্পী। এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন তিন জন- বাংলাট্রিবিউনের হিটলার এ হালিম, জিটিভির মোহাম্মদ শামীম ও দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন।
এবারে নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী ও ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ার পর আগের কমিটির সভাপতি ডেইলি স্টারের মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে নব নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন