রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দ্বীন দ্য ডে’র শূটিং শুরু করলেন অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

গত মাসে জনপ্রিয় নায়ক, প্রযোজক, পরিচালক ও শিল্পপতি অনন্ত জলিল ইরানে তার নতুন সিনেমা দ্বীন দ্য ডে’র শূটিং করতে গিয়ে মারাত্মক আহত হন। উটের পিঠ থেকে পড়ে বুকের পাঁজরে প্রচন্ড আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে ইরানে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর দেশে ফিরে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পুনরায় চেকআপের জন্য যান। আহত হওয়া সত্তে¡ও তিনি তার সিনেমার কাজ বন্ধ রাখেননি। শূটিং চালিয়ে যেতে ইউনিটকে নির্দেশ দেন। ঢাকায় বিশ্রাম শেষে কিছুটা সুস্থ্যবোধ করায় পুনরায় তিনি সিনেমাটির শূটিং শুরু করেছেন। সাভারের হেমায়েতপুরস্থ তার ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজ কার্যালয়ে গত ৩১ মার্চ থেকে শূটিং শুরু করেছেন। শূটিংয়ে অনন্ত-বর্ষা জুটি ছাড়াও মিশা সওদাগর অংশগ্রহণ করেছেন। সিনেমাটির ইরানি অংশের পরিচালক মুর্তজা অতাশ জমজমের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ জানান, অনন্ত জলিল সাহেব আহত হওয়ার পর চিকিৎসকরা পুরোপুরি তাকে বিশ্রামে থাকতে বলেছেন। আপাতত ইরানে গিয়ে শূটিং করা তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই ঢাকাতেই কিছু কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ঢাকায় একটানা কয়েকদিন কাজ হবে। উল্লেখ্য, গত মার্চের দ্বিতীয় সপ্তাহে ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভ‚মি এলাকায় শূটিং করতে গিয়ে উটের পিঠ থেকে পড়ে তিনি মারাত্মক আহত হন। সিনেমার কাজে যাতে ব্যাঘাত না ঘটে এ জন্য তিনি কাজ চালিয়ে যেতে বলেন এবং নিজেও এখন শূটিংয়ে অংশ নিয়েছেন। ইরান ছাড়াও সিনেমাটির শূটিং হবে বাংলাদেশ, লেবানন ও সিরিয়ায়। বাংলাদেশের সিনেমার ইতিহাসে অত্যন্ত ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে দ্বীন দ্য ডে। এর আগে এত ব্যয়বহুল সিনেমা বাংলাদেশে হয়নি। তবে সর্বপ্রথম অনন্তই দেশের চলচ্চিত্র ইতিহাসে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যয়বহুল সিনেমা নির্মাণ শুরু করেন। এক্ষেত্রে তিনি পথিকৃত হয়ে আছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন