বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তৃতীয় বারের মতো সাম্মানিক ডক্টরেট পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১:৫৫ পিএম

বেডফোর্ডশায়ার এবং এডিনবারগ বিশ্ববিদ্যালয় থেকে দুটি সম্মানসূচক ডক্টরেট ইতোমধ্যেই রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ঝুলিতে। সম্প্রতি আবারও অভিনেতার মুকুটে যুক্ত হল নয়া পালক। এবার লন্ডনের ইউনিভার্সিটি অব ল থেকে সাম্মানিক ডক্টরেট পেলেন কিং খান।
গেল মঙ্গলবার প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে গ্রয়াজুয়েশন সেরিমনিতে এই সম্মান গ্রহণ করেন সুপারস্টার। নয়া সম্মান গ্রহণের পর আপ্লুত শাহরুখ বলেন, ‘আমার মনে হয় সেবা নিশ্চুপে ও সম্মানের সঙ্গে করা উচিত। কেউ তার সেবার কথা মুখে বললে তার উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। আমার হৃদয়ের কাছের ইচ্ছেগুলি পূরণ করতে জনমানসে আমার ব্যক্তিত্ব ও স্টেটাসকে কাজে লাগাতে পেরে আমি কৃতজ্ঞ।’
সুপারস্টার আরো বলেন, ‘আমি সক্রিয়ভাবে মহিলাদের সশক্তিকরণ, পিছিয়ে পড়াদের পুনর্বাসন ও মৌলিক অধিকারগুলির রক্ষায় কাজ করেছি। আমি দৃঢভাবে বিশ্বাস করি, যে পৃথিবী আমায় এত কিছু দিয়েছে, তাকে কিছু ফিরিয়ে দেওয়াটাও আমার কর্তৃব্য। এই সাম্মানিক ডক্টরেটের জন্য সবার কাছে কৃতজ্ঞ আমি।’
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি শাহরুখ খানকে প্রযোজনা, টেলিভিশন হোস্ট সহ একাধিক কর্মসূচিতে সক্রিয় ভাবে যোগ দিতে দেখা যায়। পালস পোলিও, ন্যাশন্যাল এডস কন্ট্রোল অর্গানাইজেশনের নানা প্রচারে দেখা যায় কিং খানকে। এছাড়া, মেক এ উইশ ফাউন্ডেশন-সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সক্রিয় ভাবে কাজ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন