শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:২৭ এএম

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’ ঘিরে সমালোচনা যেন থামছেই না। শুধু তাই নয় সিনেমাটির নিয়ে অভিযোগ থানায় পর্যন্ত গড়িয়েছে। যদিও ব্যাপারটা নিয়ে ভাবছেন না অভিনেতা। কিন্তু ভাবনার জায়গায় তার সাম্প্রতিক অসুস্থতা। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন তার ভক্তরা।

শনিবার ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন বলিউড বাদশা। ভক্তদের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নায়ক। সেখানেই একজন শাহরুখের ‘খাদ্যাভাস’ নিয়ে জানতে চান। তখনই নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ। অভিনেতা জানান, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। যার ফলে কোনও ধরনের বাইরের খাবার নয়। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি।

বলিউড বাদশার অসুস্থতার খবর শুনে উদ্বেগে অনুরাগীরা। কেউ লেখেন, ‘নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং দয়া করে নিজের যত্ন নিন।’ কেউ আবার লেখেন, ‘বিশ্রাম নিন, খাওয়া-দাওয়া ঠিক করে করুন।’ অনেকে আবার জানান, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।

এদিকে ‘পাঠান’ সিনেমার প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে সমালোচনা চলছে। সিনেমাটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। তবে সমালোচনার জবাবও দিয়েছেন কিং খান।

উল্লেখ্য, ‘পাঠান’ বির্তক চলাকালীনই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শাহরুখ। সেখান থেকে ফিরেই ‘ডাঙ্কি’র শুটিং-এ যোগ দেওয়ার কথা অভিনেতার। ছিলেন কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালেও। সেখানে ফুটবলার ওয়েন রুনির সঙ্গে বসে করেন ‘পাঠান’র প্রচারণা। সবমিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন