শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অ্যাটলি’র ফিল্মে নয়নতারার সঙ্গে শাহরুখ খানের জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

অ্যাটলি কুমারের পরিচালনায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ফিল্মের নাম ‘লায়ন’। সন্ত তুকারাম নগর মেট্রো স্টেশনে শুটিং করার জন্য একটি অনুমতিপত্র পাওয়া গিয়েছে ইন্টারনেটে। নির্মাতাদের তরফ থেকে এই নামের আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও করা হয়নি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, সেপ্টেম্বর থেকেই নয়নতারার সঙ্গে নিজের পরের ফিল্মের শুটিং শুরু করবেন শাহরুখ খান। বলিউড সূত্রে খবর, সেই মতো মুম্বাইয়ের মেট্রো স্টেশনে শুরু হয়েছে শুটিং। সেই স্টেশনেই শুটিঙয়ের অনুমতিপত্র থেকে ফিল্মের নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে এবার রোমান্টিক হিরোই শুধু নয়, থাকবে বড় চমক।ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর একজন অফিসারের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। আপাতত প্রথম দফায় ১০ দিনের ডেট ঠিক করা হয়েছে। পরে আবার শিডিউল তৈরি করা হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে। এরই মধ্যে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’-এর শুটিং প্রায় শেষের পথে। তবে অক্টোবরের শুরুর দিকে স্পেনে উড়ে যাবেন শাহরুখ-দীপিকা। সম্প্রতি, ইউরোপ থেকে এই ছবিরই এক দফা শুটিং সেরে ফিরেছেন তাঁরা। তবে পাঠানের শেষ দফা কাজের আগেই অ্যাটলি কুমারের ছবির কাজ শুরু করে দিয়েছেন শাহরুখ। শাহরুখকে শেষ দেখা গিয়েছিল অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ ফিল্মে। ফিল্মটি বক্স অফিসে তেমন কোনও সাফল্য পায়নি। তার পর থেকে দীর্ঘদিন পর্দায় নেই শাহরুখ। ফলে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাঁর পরবর্তী ফিল্মের । আগে মুক্তি পাওয়ার কথা ‘পাঠান’-এর। তার পরেই সম্ভবত অ্যাটলি কুমারের এই ফিল্ম দেখতে পারবেন দর্শক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন