শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে প্রেস ব্রিফিং প্রসঙ্গ, জেলা তথ্য কর্মকর্তার দুঃখ প্রকাশ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:২৫ পিএম

দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণে ফুলপুরে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং সম্পর্কে উপজেলার সিনিয়র সাংবাদিক সহ জাতীয় স্থানীয় পত্রিকার সাংবাদিকদের অবহিত করতে না পারার বিষয়টি ব্যাখ্যা প্রদান করে দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আল ফয়সাল। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মুকুল, সহ-সভাপতি নুরুল আমিন ও সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করে জানান তিনি কর্মস্থলে নতুন যোগদান করেছেন। ফুলপুরের সাংবাদিকদের বিষয়ে তিনি অবহিত ছিলেন না । ফুলপুরের জনৈক সাংবাদিক তাকে ভুল তথ্য দিয়েছেন ও বলেছেন বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেননি । অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি ফুলপুরের স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে আশা প্রকাশ করেছেন সকল ভুল বোঝাবুঝির অবসান হবে। এ বিষয়টি নিয়ে ফুলপুর প্রেসক্লাবের সভাপতি ফুলপুর ইউএনও জেবুন নাহার শাম্মীর সাথে বিস্তারিত কথা বলবেন বলেও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন