"শ্রমিক-মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি" এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ফুলপুরে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথ ভাবে র্যালী ও আলোচনা সভা করেছে। সকালে ১১ টায় মহান মে দিবসের র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে সিএনজি থ্রি হুইলার মালিক শ্রমিক কল্যাণ সমিতি, জাতীয় শ্রমিকলীগ, ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়ন ফুলপুর শাখা, ফুলপুর দোকান কর্মচারী ইউনিয়ন, ফুলপুর ইলেকট্রিক শ্রমিক সমিতি, ফুলপুর হোটেল রেস্তোরা শ্রমিক সমিতি, ভূমিহীন সমিতি, লেবার সমিতি, রসিদা বিড়ি শ্রমিক সমিতি, মাইক্রোবাস ও প্রাইভেটকার চালক, বিভিন্ন রোডের অটো শ্রমিক সমিতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ গ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, পৌর আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান, সিএনজি থ্রি হুইলার মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ ও রোকেয়া পারভীন লাকি,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এটিএম রফিকুল করিম নোমান, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, কৃষকলীগ নেতা আজিজুল হক, ফুলপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, , ফুলপুর হোটেল রেস্তোরা শ্রমিক সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান মানিক, শ্রমিক নেতা বিল্লাল হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন