শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে প্রকাশিত হবে নবনীতা চৌধুরীর অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

প্রকাশিত হয়েছে নবনীতা চৌধুরীর গাওয়া হাছন রাজার গান ‘রূপ দেখিলাম’। নতুন এই গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। ভিডিও নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গত বছর অক্টোবরে তার গাওয়া ‘আহারে সোনালি বন্ধু’ শিরোনামে হাছন রাজার আরেকটি গান প্রকাশিত হয়েছিল। নবনীতা জানান, আসছে ঈদে তার নতুন অ্যালবাম ‘আহারে সোনালি বন্ধু’ প্রকাশিত হবে। আমার গাওয়া হাছন রাজার গান সোনালি বন্ধু প্রকাশের পর শ্রোতাদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম প্রকাশের আগেই আরেকটি গান-ভিডিও প্রকাশ করলাম। আশা করছি, আসছে ঈদে অ্যালবামটি প্রকাশ করতে পারবো। পাশাপাশি আরও কিছু গানের ভিডিও প্রকাশেরও ইচ্ছে রয়েছে। আহারে সোনালি বন্ধু অ্যালবামে থাকবে ৯টি গান। হাসন রাজার গান ছাড়াও অ্যালবামে রয়েছে রাধারমণ, শিতালং শাহ, রসিকলাল দাস, লালন সাই ও রবীন্দ্রনাথের গান। ২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সঙ্গীতায়োজনে নবনীতার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশিত হওয়ার সময় নবনীতা লন্ডনে বিবিসি রেডিওতে সাংবাদিকতা করছিলেন। লন্ডনে বসবাসরত সিলেটের মানুষরা লোকগানের শিল্পীদের নানা আসরের আয়োজন করতো, সেখানে সিলেটের আঞ্চলিক গান পরিবেশন হতো। তখন থেকেই ওইসব গানের প্রতি নবনীতার ভালবাসার সূচনা। উল্লেখ্য, নবনীতা টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে স¤পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক টকশো রাজকাহন-এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
শফিক রহমান ১২ এপ্রিল, ২০১৯, ২:০২ এএম says : 0
সত্যি নবনীতা চৌধুরী এক মেধাবী কন্যা
Total Reply(0)
মোঃ আনোয়ার ১২ এপ্রিল, ২০১৯, ২:০৩ এএম says : 0
পুরাণ পাগলে ভাত মিলেনা নতুন পাগলে আমদানি,
Total Reply(0)
ফারুক হোসেন নয়ন ১২ এপ্রিল, ২০১৯, ২:০৩ এএম says : 0
সাথে মাহফুজ স্যার থাকলে একটা কপি কিনতাম
Total Reply(0)
Midrar Babu ১২ এপ্রিল, ২০১৯, ২:০৩ এএম says : 0
আহরে ডঃ মাহফুজুর রহমানের কি হবে?
Total Reply(0)
Rubel Rahman ১২ এপ্রিল, ২০১৯, ২:০৩ এএম says : 0
নবনীতা আপায় একটা চিজ্,ই! একের ভিতর অনেক..
Total Reply(0)
Zunu Shahabuddin ১২ এপ্রিল, ২০১৯, ২:০৩ এএম says : 0
আদার ব্যাপারী হয়ে এখন তুমি গান গাবে । যখন তুমি গান গাবে তখন তোমার মুখের থেকে রসুনের গন্ধ আসবে ।
Total Reply(0)
Shamsul Haque Khan ১২ এপ্রিল, ২০১৯, ২:০৪ এএম says : 0
হায় ইনকিলাব!! মানুষ এখন তেমন আর পড়ে না তাই নবনীতাদের প্রচারণা!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন