শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসছে শিরোনামহীনের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

২০১৭ সালে ব্যান্ডদল শিরোনামহীন নতুন লাইনআপ নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে। দল থেকে বের হয়ে যান তানযীর তুহীন। তার স্থলাভিষিক্ত হন শেখ ইশতিয়াক। নতুনভাবে যাত্রা শুরুর পর এ পর্যন্ত দলটির পাঁচটি গান প্রকাশিত হয়েছে। এগুলোর সবই ছিল সিঙ্গেল ভিডিও। এবার নতুন এই লাইনআপে আসছে তাদের প্রথম অ্যালবাম। আগামী বছরের শুরুতে এটি প্রকাশ হবে বলে জানালেন ব্যান্ড নেতা জিয়া রহমান। তিনি জানান, এখন পর্যন্ত আমাদের পাঁচটি গান প্রকাশ হয়েছে। আরও ৩-৪টি গান তৈরি করব। এরপর এগুলো দিয়ে অ্যালবাম প্রকাশ করব। আমাদের ইচ্ছা ছিল চলতি বছরের শেষেই এটি করার। তবে তা সম্ভব না হওয়ায় আগামী বছরের শুরুতে অ্যালবামটি প্রকাশ করব। অ্যালবামের গানগুলো হলো- জাদুকর, বোহেমিয়ান, বারুদ সমুদ্র, এই রাতে ও এই অবেলায়। এখন বাকি গানগুলো তৈরি কাজ চলছে। শিরোনামহীনের বর্তমান লাইনআপ হচ্ছেÑ জিয়া রহমান (বেজ গিটার), কাজী আহমাদ সাফিন (ড্রামস), দিয়াত খান (লিড গিটার), রাসেল কবীর (কী-বোর্ড) ও শেইখ ইশতিয়াক (ভোকাল)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন