রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চট্টগ্রামে অসহনীয় ধুলোবালি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ধুলোবালির যন্ত্রণার শিকার নগরবাসী। নগরীর সব রাস্তা ধুলোবালিতে ভরপুর। শহরের বড়-ছোট সব রাস্তায় নগরবাসী বের হলেই মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে রাস্তার ধুলোবালির কারণে। আবহাওয়া পরিবর্তনে এমনিতে সব শ্রেণির মানুষের এখন জ্বর, সর্দি, কাশি ও নানা ধরনের চামড়ার চুলকানির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন দৃশ্যমান কাজ করে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগর ও নগরবাসীকে পরিস্কার-পরিচ্ছন্ন নিরাপদ জীবনযাপনে উপদেশ-পরামর্শ প্রদান করলেও বাস্তবে কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে বলে মনে হয় না। প্রায় ৭০ লাখ নগরবাসীর নিত্যদিনের যন্ত্রণার সঙ্গী ধুলোবালি। নগর পরিস্কার-পরিচ্ছন্নতায় হাজারো অনিয়ম লক্ষণীয়। ধুলোবালির সঙ্গে পরিচ্ছন্নকর্মীদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নগরবাসীর সুস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি বছর শুস্ক মৌসুমে ধুলোবালির যন্ত্রণায় নগরবাসী নাকাল হয়ে পড়ে। এ যন্ত্রণা থেকে নগরীর প্রায় ৭০ লাখ মানুষ নিস্তার চায়।
মাহমুদুল হক আনসারী
চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন