বেতন-ভাতার দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল শনিবার বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বাড্ডা লিংক রোডের মধ্যে বাড্ডার দিকের সড়কের এক পাশ অবরোধ করে স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এসময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের তৈরি হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
শ্রমিকদের দাবি, প্রতি মাসে গার্মেন্টস মালিক তাদের পাওনা বেতন দিতে গড়িমসি করেন। প্রতি মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করছে না। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন। এদিকে গতকাল বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষের কেউ আসেননি। গার্মেন্টসকর্মী সোহেল বলেন, এপ্রিলের ২০ তারিখ চলছে। আমরা এখনও মার্চ মাসের বেতন পাইনি। বাড়ি ভাড়ার টাকা এখনও দিতে পারিনি। খাওয়ার খরচ নেই। ধার করে চলতে হচ্ছে।
বাড্ডা থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, স্টার গার্মেন্টসের প্রায় ৮০০ কর্মী বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন