শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

টঙ্গীতে বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশ এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় এই বিক্ষোভের ঘটনা ঘটে।

জানা যায়, কারখানাটিতে প্রায় সাতশ শ্রমিক চাকরি করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধ করেনি। গতকাল শ্রমিকদের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের কথা ছিল। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বেতন না দেয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে কারখানার ভেতরে গিয়ে কর্মবিরতি পালন করেন।

শ্রমিকরা জানান, আমাদের তিন মাস ধরে বকেয়া বেতন পরিশোধ করছেন না কারখানা মালিক। বকেয়া বেতন পরিশোধ না করলে আমরা কাজে যোগ দেবো না। কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের এ আন্দোলন অযৌক্তিক। শ্রমিকদের ওভার টাইমের মজুরি খুব দ্রুতই পরিশোধ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন