সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবিতে আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলন বৃহস্পতিবার

রাবি রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৬:০৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। শেষ হবে ২৭ এপ্রিল শনিবার। বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (রুমুনা) উদ্যোগে সম্মেলনটি বিশ^বিদ্যালয় ডিনস কমপ্লেক্সে উদ্বোধন করা হবে। এ বছর সম্মেলনে রাজশাহী-রংপুর বিভাগের প্রায় ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। মঙ্গলবার বিকেল ৩টায় রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের মহাসচিব ইমরুল হাসান।
তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, বাংলাদেশ বিষয়ক বিশেষ কমিটি ও আন্তর্জাতিক প্রেস কমিটি অংশ নিচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুমুনা’র উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনুসহ সংগঠনের অন্য সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন