শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে খুবিকে পরাজিত করে চ্যাম্পিয়ন রাবি

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) ৪০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে রাবির ক্রিকেট দল।
রাবির অধিনায়ক এম কাশামী জামান হৃদয়ের নেতৃতে টসে জিত্বে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেন তারা। ১৫৫ রানের জবাবে খুবি ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১৪ রান। ফলে ৪০ রানে বিজয় লাভ করে রাবি।
খেলায় ২২২ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে ঢাবির সিফাত সাজিদ।
ম্যাচ শেষে রাবি অধিনায়ক এম কাশামী জামান হৃদয় বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে আমি এবং আমার টিম অনেক আনন্দিত। এ বিজয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমাদের খেলোয়াড়েরা অনেক ভালো খেলেছেন। সকলেই নিজের সেরাটা দিয়েছেন। তবে আমাদের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসের কোন কমতি ছিল না। আশাকরি ভবিষ্যতেও বিজয়ের এ ধারা আমরা ধরে রাখতে পাবো।
টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাবির প্রো-ভিসি ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন