পাবনায় বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় এখনও কাটেনি। প্রতি ২৪ ঘন্টায় ১৮ ঘন্টা লোড সেডিং চলছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে শহরের নুরপুরে জাতীয় গ্রীড লাইন থেকে আসা বিদ্যুৎ সঞ্চয়ের ৬৬ কেভির ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। স্থানীয়ভাবে মেরামত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে চায়নার তৈরী নতুন একটি ট্রান্সফরমার বসানো হয়েছে। এই ট্রান্সফরমারটি থেকে থেকে ট্রিপ করছে। লোড নিতে পারছে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে পিডিবি’র(নেসকো) নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম আজ মঙ্গলবার ইনকিলাবের পাবনাস্থ স্টাফ রিপোর্টারকে খোলাসা করে কিছু বলেননি লোড নিতে পারছে না এ বিষয়ে, তিনি বলেছেন, ট্রিপ করছে। যে কারণে লোড সেডিং করা হচ্ছে। ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলে লোড সেডিং থাকবে না। ২০ মেগাওয়াট বিদ্যুৎ আসার পর ট্রান্সফরমারটি ট্রিপ করায় লোড সেডিং-এ করতে হচ্ছে। এদিকে, বৈশাখের প্রচন্ড খরতাপ এখনও দাপিয়ে বেড়াচ্ছে। মানুষ ও জীব-জন্তু হাঁসফাঁস করছে। বৃষ্টি নেই, বাতাস নেই। অপর এক সূত্র জানিয়েছেন,
অসাধু ব্যক্তিদের যোগসাজশে রাতে হুক লাইন দিয়ে অটো ইজি বাইক (ব্যাটারী চালিত), ব্যাাটারী চালিত রিকশার ব্যাটারী চার্জ দেওয়া হচ্ছে, মেইন লাইন থেকে হুক দিয়ে কারেন্ট নিয়ে। এই টাকা সরকারের ঘরে যাচ্ছে না, অভিজ্ঞ মহল বলছেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ করা হলে লোড সেডিং-এর সময় মাত্রা কমে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন