ধর্ম মন্ত্রণালয় গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে হজ এজেন্সী এম জামিল ট্যুরস এন্ড ট্রাভেলসের লাইসেন্স বাতিল ও ২০ লাখ টাকার জামানত বাজেয়াপ্ত করেছে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শিব্বির আহমদ উছমানী সার্কুলালে জানান, ২০১৭ সনে খুলনার রুপসার মো. ইব্রাহিম শেখের মাধ্যমে ৬২ হজযাত্রীকে হজে নেয়ার জন্য এম জামিল ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক মোসাম্মত নওরীন সুলতানা ৮৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে উধাও হয়। নিবন্ধন করতে না পারায় তারা হজে যেতে পারেনি। ইব্রাহিম শেখের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার হজ লাইসেন্স বাতিল করলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন