শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড গড়ে জিতল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে রান তাড়ায় নিজেদের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২৮ রানের লক্ষ্যে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
অ্যান্ডি বালবির্নির শতকে উইন্ডিজের বিপক্ষে নিজেদের রেকর্ড ৫ উইকেটে ৩২৭ রানের সংগ্রহ গড়ে আইরিশরা। জবাবে সুনিল আমব্রিসের ক্যারিয়ারের প্রথম শতকে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।
ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে টস জিতে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং (৯৮ বলে ৭৭) ও বালবির্নির ১৪৬ রানের জুটিতে তারা বড় সংগ্রহের ভিত পায়। কেভিনো ও’ব্রাইনের সঙ্গে চতুর্থ উইকেটে আবারও ৮৪ রানের জুটি গড়ে ১২৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৩৫ রান করে আইট হন বালবির্নি। ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের চতুর্থ শতক এটি। ৪৭ রানে ২ উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।
জবাবে উইন্ডিজের শুরুটাও ছিল ঝড়ো গতির। ত্রয়োদশ ওভারে শাই হোপ আউট হওয়ার আগেই স্কোরবোর্ডে জমা পড়ে ৮৪ রান। তৃতীয় উইকেটে আমব্রিস-চেইস জুটি গড়েন ১২৮ রানের জুটি। এরপর চেইজ (৪৬)-হোল্ডার (৩৬) দলকে জয়ের কাছে নিয়ে যান। ১২৬ বলে ১৯ চার ও ১ ছয়ে ১৪৮ রান করেন আমব্রিস। রানকিন নেন ৬৫ রানে ৩ উইকেট।
৩ ম্যাচে উইন্ডিজের এটি দ্বিতীয় জয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা বাংলাদেশের কাছে হেরেছিল। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন