শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের একটি বাড়িতে বৈদুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন ২৬ নামে এক ব্যক্তি নিহত এবং শামীম শেখ (৩০) ও মনিরুল ইসলাম (৩০) নামে ২ জন আহত হয়েছে। নিহত মুরাদ একই গ্রামের দমদম পড়ার সোবহান মোল্লার পুত্র। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় সদর উপজেলার জগদল গ্রামের দমদম পাড়ায় শামীম শেখের বাড়িতে বৈদুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী মুরাদ হোসেন শামীম ও মনিরুল ইসলাম আহত হয়। আহত অবস্থায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান এবং তাদের খোজ খবর নেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন