শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন পণ্য আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ২:৫৭ পিএম

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফেন্সিডিল, কাপড়, ইমিটেশন গহনা, ল্যাপটপ, গুড়ো দুধ ও চা-পাতা আটক করেছে বিজিবি। তবে কোনো চোরকারবারিকে ধরতে পারেনি তারা। শনিবার (১৮ মে ) দুপুর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, হিজলদি ক্যাম্পের টহল দল সকালে টারকি মাঠ থেকে ২৬৮ বোতল ফেন্সিডিল, মাদরা ক্যাম্পের টহল দল ১০০ পিস শাড়ি কাপড়,কালিয়ানি ক্যাম্পের টহল দল একটি ল্যাপটপ ও ইমিটেশন গহনা,ভোমরা ক্যাম্পের টহল দল গুড়ো দুধ ও চা-পাতা আটক করে। আটককৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন