শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে র‌্যাবের হাতে পেশাদার দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ৩:০৯ পিএম

সিলেটের বিয়ানীবাজার থেকে বিদেশী পাইপগানসহ পেশাদার দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর মোল্লাপুর এলাকার মো. লতিফ মিয়ার ছেলে আফজাল হোসেন মুন্না (২২) ও পাতন এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে নিহাল আশরাফ (২১)।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলার পাতন গোডাউন বাজারস্থ ইকবাল সাহেবের মার্কেট সুমাইয়া পুষ্পালয় এর সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় সুমাইয়া পুষ্পালয় এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ টি বিদেশী পাইপগানসহ দুইজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন