শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৯টি আগ্নেয়াস্ত্রসহ কুষ্টিয়া থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৪:২৫ পিএম

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী কাফিরুলকে ৯টি আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে র‌্যাব নাটোর ক্যাম্প। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশী পিস্তল, ৬টি ওয়ান শুটার গান, ১টি ওয়ান শুটার সাদৃশ্য কাটা রাইফেল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড বিভিন্ন গুলি।কাফিরুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আব্দুল শুকুরের ছেলে। শনিবার (০৯ নভেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব -০৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান নাটোর ক্যাম্পে ব্রিফিংয়ে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের বড় চালানের সংবাদের ভিত্তিতে র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালায়। দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে উপরক্ত অস্ত্র সহ কাফিরুলকে আটক করা হয়। এসময় কাফিরুলের অপর এক সহযোগী পালিয়ে যায় বলে জানান তিনি। কাফিরুল অস্ত্র ব্যবসায়ী বলে জানান তিনি। শনিবার রাতেই উদ্ধারকৃত অস্ত্রসহ কাফিরুলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন