শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরা সীমান্তে দুটি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১১:১১ এএম

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামান (৩৪) কে আটক করেছে বিজিবি।

তিনি কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।
শনিবার (২ জুলাই) ভোর রাতে তাকে ভাদিয়ালী সীমান্ত থেকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান
হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি হতে
আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থানে
চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে টহলদল এক লাখ দুইশত
টাকা মূল্যের ১টি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং ১০ হাজার চল্লিশ টাকা মূল্যের ০১ টি পিস্তল
(স্থানীয় ভাবে তৈরী) ও এক রাউন্ড গুলিসহ বদরুজ্জামানকে আটক করা হয়।
তিনি আরো জানান,
আটককৃত
অস্ত্র ও গোলাবারুদসহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া
থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন