শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে আজ রোববার থেকে টানা ৭ দিন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১০:৪৯ পিএম | আপডেট : ১০:৫৫ পিএম, ১ জুন, ২০১৯

মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে আজ রোববার থেকে টানা ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আর এর ফলে এ বন্দর দিয়ে ভারতের সাথে সকল প্রকার পন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্দর দিয়ে বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সপোটে সাধারন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


বন্দরের ব্যবসায়ী সংগঠন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান এক লিখিত বিববৃতিতে জানিয়েছেন, ২ জুন রোববার থেকে টানা ৭ দিন আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে আগামী ৯ জুন রোববার যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে। এদিকে হিলি কাষ্টমস শুধু সরকারি ছুটির দিন গুলো ছুটি কাটাবেন। এ ছাড়া অন্যান্য দিন গুলো অফিস খোলা রাখবেন।


এদিকে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটে যাত্রী যাতায়াত থাকবে স্বাভাবিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন