মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিনের ছুটি কাটিয়ে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন