শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওয়েব সিরিজে অভিনয় করছেন তারকারা

মারুফ সরকার: | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

দেশী-বিদেশী স্যাটেলাইট নির্ভর টিভি ধারাবাহিক থেকে দর্শকের অখÐ মনোযোগ বিভাজিত হয়ে এখন চলে যাচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট ও ওয়েব টেলিভিশনের দিকে। এ মাধ্যমের জন্য এখন ব্যাপক হারে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। ইন্টারনেট বা ওয়েব টেলিভিশনে ওয়েব সিরিজের প্রচার ক্রমশ বাড়ছে। এখন বিশ্বের অন্য দেশে এই মাধ্যমেই নতুন তারকার জন্ম হচ্ছে। দেশ-বিদেশে যারা চলচ্চিত্র বা অন্য কোনো মাধ্যমে প্রত্যাশিত সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, তারা এই ভিডিও বিনোদনের মাধ্যমেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চান বা ওয়েব ¯েপসে স্থান করে নিতে চান। ইন্টারনেট বা ওয়েব টেলিভিশন এখন শুধু ইউটিউবে সীমাবদ্ধ নেই। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে নেটফ্লিক্স, ইনফ্লিক্সসহ আরো অনেকগুলো সাইট যুক্ত হয়েছে। এখান থেকেই নবাগতদের অভিষেক ঘটছে। ইতোমধ্যে দেশীয় চলচ্চিত্রের প্রতিষ্ঠিত তারকারা ওয়েব সিরিজে কাজ করা শুরু করেছেন। পাশাপাশি টেলিভিশনের তারকারাও অভিনয় করছেন। চলচ্চিত্র তারকাদের মধ্যে ওয়েব সিরিজে কাজ করছেন রিয়াজ, পপি, নিপূণ, আঁচল, মিম, আইরিন, পরীমণিসহ অন্যান্যরা। চিত্রতারকাদের মধ্যে ওয়েব সিরিজে প্রথম কাজ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পপি। তিনি অনন্য মামুন পরিচালিত ইন্দুবালা নামে একটি ওয়েব সিরিজে নাম ভ‚মিকায় অভিনয় করেন। ইন্দুবালার শূটিং হয়েছে কলকাতায়। পপি, রিয়াজ এবং নিপুণ একসঙ্গে গার্ডেন গেম নামেও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন তৌহিদ মিতুল। বায়োস্কোপ অ্যাপস থেকে সিরিজটি প্রচার হবে। প্রযোজনাও করছে এ প্রতিষ্ঠান। অনন্য মামুন পরিচালিত অনলাইনভিত্তিক নতুন সিরিজ জার্নিতে অভিনয় করছেন আঁচল। এছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন জলি, মিম এবং পরীমনি। মিম অভিনীত সিরিজটির নাম নীল দরজা এবং জলি অভিনীত সিরিজটির নাম ফোন এক্স। পরীমণি কাজ করেছেন প্রীতি সিরিজে। উল্লেখ্য, চিত্রতারকাদের নিয়ে ইউটিউব ওয়েব চ্যানেলের কন্টেন্টস প্রস্তুত করার ক্ষেত্রে এগিয়ে আছেন অনন্য মামুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন