শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার ওয়েব সিরিজে মিথিলার সঙ্গে আগুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৫ এএম

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন কণ্ঠশিল্পী আগুন। সিরিজের নাম ‘দ্য হলি গান’। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। এই ওয়েব সিরিজে আগুনের বিপরীতে আছেন রাফিয়াত রশীদ মিথিলা। ঢাকার মিরপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিজেই।

এ সম্পর্কে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে বলতে পারি এটি একটি ব্যতিক্রমী কাজ হতে যাচ্ছে। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে এ সিরিজটি। দর্শক একজন হিরোকে যেমন স্মার্ট দেখতে চায় তেমনি একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলে আশা করি।’

সিরিজটি সম্পর্কে পরিচালক জুয়েল বলেন, ‘থ্রিলার ঘরানার গল্প। ছয় পর্বের সিরিজ এটি। মিথিলার চরিত্র সম্পর্কে এখন কিছু বলতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তবে দর্শক নতুন কিছু পাবেন, এটা নিশ্চিত করতে পারি।’

জুয়েল আরো বলেন, ‘মিথিলা প্রথম থেকেই ভালো গল্পে কাজ করেন। আমি তাঁকে গল্প শোনানোর সময় ভয়ে ছিলাম। গল্প পছন্দ না হলে তো তিনি রাজি হবেন না। অথচ চরিত্রটিতে তাঁকে খুব দরকার। তিনি গল্পটি পছন্দ করেছেন। আমাকে শিডিউলও দিয়েছেন।’

‘দ্য হলি গান’-এ আগুন ও মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, চমক, আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ অনেকে। শিগগিরই সিরিজটি মুক্তি পাবে সিনেবাজ অ্যাপসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন