চলচ্চিত্রের মুভিলর্ড মনোয়ার হোসেন ডিপজল প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন। সিরিজটির নাম জিম্মি। মনতাজুর রহমান আকবরের পরিচালনাধীন সিরিজটির শুটিং ইতোমধ্যে সাভারের ফুলবাড়িয়াস্থ ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে। নতুন বছরের প্রথমদিন ৭ পর্বের ওয়েব সিরিজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। শুভ মহরতের মাধ্যমে এর শুটিং শুরু করা হয়। ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ডিপজল বলেন, এখন প্রযুক্তির যুগ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি তা দেখাতে চাই। ওয়েব সিরিজ হলেও এটি দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন। আশা করছি দর্শক গ্রহণ করবে। মনতাজুর রহমান আকবর বলেন, আমরা চাচ্ছি, যুগের সাথে তাল মেলাতে। ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, বিশ্বের সিনেমাও মুক্তি দেওয়া হয়। আমরা এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজ নির্মাণ করছি সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের। এই ওয়েব সিরিজে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়াও এতে দেখা যাবে নতুন মুখ তারেক তাঞ্জ, মানতাশা মিম, শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, মাসুম বাশার, মিলি বাশার, রায়হান দিপুসহ অনেকেই। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণ করছেন মাসুদ পারভেজ সবুজ। এটি নির্মিত হচ্ছে ডিপজল ফিল্মস-এর ব্যানারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন