সরাইলে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করে শত্রুতা মিটিয়েছে দুর্বৃত্তরা। দশ লক্ষাধিক টাকার ক্ষতির মধ্যে পড়ে এখন দিশেহারা মৎস্য চাষি জামাল মিয়া। গত রোববার ভোরে উপজেলা সদরের চানমনি পাড়ার নতুন পুকুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরাইল থানায় অজ্ঞাতনামা লোকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গত ২০ বছর ধরে মৎস্য চাষ ও ব্যবসা করেই জীবিকা নির্বাহ করে আসছেন জামাল মিয়া। জামাল মিয়া উপজেলার সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়ার আফজাল হোসেনের ছেলে। চানমনি পাড়া নতুন পুকুরে জামাল ভিন্ন প্রজাতির প্রায় ৮ লক্ষাধিক পোনা মাছ ছেড়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা আসমিরা আমার চাষ করা ওই পুকুরে বিষ ছেড়ে দেয়। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুরের সকল পোনাসহ ছোট বড় মাছ মরে যায়।
উপজেলা মৎস্য অফিসের লোকজন সরজমিনে পরিদর্শন করে বলেছেন পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ জন্য মাছ মরে গেছে। এ ঘটনায় জামাল মিয়া বাদী হয়ে সরাইল থানায় একটি এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জামাল মিয়া বলেন, আমার সাথে শত্রুতা থাকলে তা মাছের সাথে মিটাবে কেন? আমার সব শেষ হয়ে গেছে। ছেলে মেয়ের পড়ালেখা ও সংসার খরচ মাছ চাষের টাকায় চলে। দশ লক্ষাধিক টাকার ক্ষতির মধ্যে পড়ে নি:স্ব হয়ে পড়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন