বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একাধিক গান প্রকাশিত হলেও এবার ক্রিকেটের অনুষঙ্গ নিয়ে তৈরি হয়েছে প্রেমের গান। গানটি প্রকাশ করেছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির শিরোনাম ‘প্রেমের খেলা’। ‘তুই ফার্স্ট ওভারের ফার্স্ট বলেতে করতে গিয়া আউট/ আমার প্রেমে খেই হারাইয়া কইরা গেলি শাউট’। এমন কথার গানটি লিখেছেন অনুরূপ আইচ। জুয়েল মোর্শেদÑএর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও কর্নিয়া। গানের ভিডিওতে প্রতীক হাসানকে দেখা গেছে ব্যাট হাতে আর বল হাতে। মোশন রক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে ইমরাউল রাফাতের পরিকল্পনা ও ভিডিও পরিচালনায় গানটি দর্শকদের ক্রিকেট উৎসবে বাড়তি বিনোদন দিচ্ছে। গত ১৭ জুন ধ্রæব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘প্রেমের খেলা’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
মন্তব্য করুন