বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

বাকৃবিতে অন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ৩:২১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাহিত্য সংঘের আয়োজনে অন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ফারুক।

সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংঘের সহ- সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাকৃবি বিনোদন সংঘের সভাপতি ড. এম কামরুজ্জামান সজল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোট ৫ টি ইভেন্টের উপর সাহিত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলি হলো রচনা লেখা, চিঠি লেখা, আবৃত্তি, গ্রন্থপাঠ এবং অবিরাম গল্প বলা। ইভেন্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন । ইভেন্ট গুলিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফাতেমা হক, আফরোজা রহিম রেণী এবং মনোয়ার সোহেল। শেষে প্রত্যেক ইভেন্ট থেকে ৩ জন করে বিজয়ী ঘোষণা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন