বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রতিবাদের মুখে ভারতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী বাতিল নেপালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

ব্যাপক প্রতিবাদের মুখে নেপাল সরকার আগামী আগস্টের শেষ দিকে কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম এওয়ার্ড-এর আয়োজন বাতিল করেছে। বিদেশী চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সরকার মিলিয়ন মিলিয়ন রুপি খরচ করছে বলে খবর প্রকাশের পর সামাজিক গণমাধ্যম ব্যবহারকারী, চলচ্চিত্র কর্মী, এমন কি ক্ষমতাসীন দলের নেতাদের একটি অংশ প্রতিবাদের সোচ্চার হয়ে ওঠে। যদিও সরকার দাবি করছে যে তারা অনুষ্ঠানটির পেছনে একটি পয়সাও খরচ করছে না এবং বিদেশে নেপালের পর্যটন শিল্পকে পরিচিত করতেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিলো। পার্লামেন্টারি কমিটি সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিলে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে নেপাল টুরিজম বোর্ডের সিইও দীপক রাজ যোশী জানিয়েছেন। তিনি বলেন, এটা এ বছর আয়োজন করা হচ্ছে না। আমরা যদি আগামী কয়েক বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করতে পারি, তখন তা করা যেতে পারে। এসএএম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন