চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা যথারীতি খোলা থাকলেও কর্মকর্তারা না থাকায় দফতরগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পৌরসভার সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বুধবারও নানান ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ পৌরসভায় সব ধরনের নাগরিক সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে জরুরি কাজে আসা পৌরবাসী। পৌর এলাকার সেবা নিতে আসা লোকজন এসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। এছাড়া সন্ধ্যা নেমে আসলে পুরো শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন অলি গলিতে ময়লা স্তুপ জমে রয়েছে। ময়লা উত্তোলন না করায় শিবগঞ্জ পৌর এলাকা দুর্গন্ধের শহরে পরিণত হয়েছে। আর রাতে বাতি না জ্বলায় ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টির কারণে ময়লা আবর্জনা পচে দুগন্ধ ছড়াচ্ছে। পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর কবির জানান, নাগরিক সনদপত্র অতি জরুরিভাবে প্রয়োজন হওয়ায় পৌরসভায় এসে দেখি পৌর কর্মকর্তারা নেই। সকল কার্যক্রম বন্ধ সে কারণে আমাদের ফিরে যেতে হচ্ছে। এতে আমাদের চরম সম্যসায় পড়তে হচ্ছে। ৫নং ওয়ার্ডের বাসিন্দা রমজান আলী হিরো জানান, রাতের বেলা বাতি বন্ধ থাকায় অন্ধকার হয়ে পড়েছে। শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন জানান, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় এসে অবস্থান ধর্মঘট পালন করছি। আমাদের দবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। যতক্ষন না আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে- ততক্ষণ আমরা আর ঘরে ফিরবো না। এ সময় পৌরসভার সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় পৌরবাসীকে একটু ধৈর্য ধরার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন