ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে ফের জয়ের ধারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্য ম্যাচে বড় জয় পেল আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের ২২তম ম্যাচে শেখ জামাল ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের হয়ে গাম্বিয়ার ফরোয়ার্ড এবু কান্তে ও গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং একটি করে গোল করেন। এই জয়ে শেখ জামাল ২২ ম্যাচে সাত জয়, ছয় ড্র ও নয় হারে ২৭ পয়েন্ট পেয়ে তালিকার ষষ্ঠস্থানেই রইল। ২১ ম্যাচে পাঁচ জয় এবং আটটি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর অবস্থান সাতে।
এদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে লিগের অন্য ম্যাচে আরামবাগ ৬-৩ গোলের বড় ব্যবধানে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। এই জয়ে ২২ ম্যাচে নয় জয়, তিন ড্র ও দশ হারে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থান ধরে রাখলো আরামবাগ। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ চার জয়, সাত ড্র ও দশ হারে ১৯ পয়েন্ট পেয়ে দশমস্থানেই রইল।
এদিকে সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলের হারে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়লো নবাগত বসুন্ধরা কিংসের। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচে সাইফ স্পোর্টিংকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো আবাহনী লিমিটেডও।
লিগে ২০ ম্যাচ অজেয় থাকার পর প্রথম হারের স্বাদ পেল বসুন্ধরা। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। লিগ শিরোপা জিততে দরকার বাকি তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট। আর ২২ ম্যাচে ১৮ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মুকুট ধরে রাখতে হলে বাকি দুই ম্যাচে শুধু জিতলেই চলবে না, বসুন্ধরার পরের ম্যাচগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে আকাশী-হলুদ জার্সিধারীদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন