শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হাসপাতালে ভর্তি হলেন আলমগীর

বিনোদন রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৬:১৫ পিএম | আপডেট : ৬:৩০ পিএম, ৩০ জুলাই, ২০১৯

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আলমগীর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর এখন রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার থেকেই অভিনেতা হাসপাতালটিতে ভর্তি আছেন বলে জানা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও দুই তিনদিন তাকে হাসপাতালটিতে থাকতে হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা।
আলমগীর বলেন, ‘আগের চেয়ে অনেকটাই ভালো আছি। তবে আরও দুই তিনদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারি।’
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mijanur Rahaman ৩১ জুলাই, ২০১৯, ৮:৫১ এএম says : 0
Ekani ekta bishoi Boste parlam, zara Dango Roge akranto hoisen tara bashir bagai Bangladesher mota moti A categori er manush. Amar mone hoi unara shobai bashai Fooler top raken. Okan teka dango sorache bole ami bektigoto babe mone kori.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন