পুলিশ মহাপরিদর্শকের নামে কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতানোসহ ডাকাত, ভুয়া ডিবি, জাল নোট চক্রের মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯০ লাখ ২০ হাজার জাল টাকা, ২৬ লাখ ভারতীয় রুপি, জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন তিনি বলেন আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর হাট ও গরু আমদানির জন্য ভারতে এসব জাল টাকা ব্যবহার করতো চক্রটি।
অন্যদিকে, ঈদ উপলক্ষ্যে বিভিন্ন ব্যাংকে নিজেদের লোক দিয়ে তথ্য সংগ্রহ করে ডাকাতি করতো এই চক্রটি।
মন্তব্য করুন