শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাল নোট পরীক্ষায় র‌্যাব পুলিশের তৎপরতায় শেরপুরের পশুর হাটগুলোতে এবার জাল নোটের ব্যবহার হচ্ছেনা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৭:৫৯ পিএম

শেরপুর জেলার প্রায় ৫২টি কোরবানীর পশুর হাটে জাল নোট দিয়ে কৃষকদের প্রতারণা বন্ধ করতে র‌্যাব ও জেলা পুলিশ জাল নোট পরীক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছেন। ফলে এবার জেলার পশুর হাটগুলোতে জাল নোটের ব্যবহার করে প্রতারিত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রতিবছরই জেলার বিভিন্ন পশুর হাটে জাল নোট দিয়ে গরু বিক্রেতাদের প্রতারিত করে আসছিল জাল নোট ব্যবসায়ীরা। আর এ জাল নোটের ব্যবহার বন্ধে এবার জেলা পুলিশ প্রতিটি হাটে জাল নোট পরীক্ষার মেশিন বসায়। র‌্যাবও তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন হাটবাজাড়ে তৎপড়তা চালিয়ে আসছে। ফ্রি পরীক্ষা করে দিচ্ছে বিভিন্ন নোটের। এতে সাধারণ মানুষও বেশ খুশি।

আজ ১০ আগষ্ট এ বিষয়ে র‌্যাব-১৪ এর জামালপুর-শেরপুর ক্যাম্পের এসপি তোফায়েল আহামেদ মিয়া জানান, তাদের তৎপড়তার কারণে এবার জাল নোটের ব্যবহার হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন