রাজধানীতে পৌনে তিন লাখ টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও ৩৪ রাউন্ড তাজাগুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন- আলমগীর হোসেন (৩৮) ও সুমন চন্দ্র সাহা (৩৬)। কদমতলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আটক আলমগীর হোসেনের নামে পূর্বে আদাবর থানায় একটি মামলা রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকে চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, আটক আলমগীর ও সুমন চন্দ্র জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে জাল টাকার ব্যবসা করে আসছে। ঈদকে কেন্দ্র করে তারা কোরবানির পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছিল।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন