শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রোটিয়া ক্রিকেটে গণছাঁটাই!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ওটিস গিবসন ও তার পুরো দক্ষিণ আফ্রিকান কোচিং টিম এবং ম্যানেজমেন্ট স্টাফরা চাকরি হারালেন। গতকাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই ঘোষণা দিয়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের মূল্যায়নের পর এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো দেশটির ক্রিকেট বোর্ডকে। গত সপ্তাহে বোর্ড সভায় এনিয়ে আলোচনা হয়। দেশের ক্রিকেটের পুনর্গঠনে এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। আগামী সেপ্টেম্বরে ভারত সফর পর্যন্ত প্রধান কোচ হিসেবে গিবসনের সঙ্গে চুক্তি থাকলেও তা বাতিল করা হলো।

এক বিবৃতিতে সিএসএ বলেছে, ফুটবল স্টাইলে টিম ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। কোচিং স্টাফ, অধিনায়ক, মেডিক্যাল এবং প্রশাসক নিয়োগ সহ জাতীয় দলের সবক্ষেত্রে দায়িত্ব নেবেন তিনি। টিম ম্যানেজার সরাসরি রিপোর্ট করবেন ডিরেক্টর অব ক্রিকেটকে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এই নতুন পদে বসবেন সাবেক খেলোয়াড় কোরি ভ্যান জিল। বর্তমানে তিনি সিএসএর ক্রিকেট পাথওয়েসের দায়িত্বে আছেন।
স্থায়ীভাবে কেউ নিয়োগ না পাওয়া পর্যন্ত এই পদে থাকবেন ভ্যান জিল। বিবৃতিতে বলা হয়, ভারত সফরে ভ্যান জিল ও সিএসএ প্রধান নির্বাহী থাবাং মোরো একটি অন্তঃবর্তীকালীন ম্যানেজমেন্ট টিম নির্বাচন করবেন, পাশাপাশি অন্তঃবর্তীকালীন নির্বাচন প্যানেল ও অধিনায়কও।

মোরো বিবৃতিতে বলেন, ‘এই বদল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে এবং পেশাদার ক্রিকেটে সেরা পথে নিয়ে যাবে আমাদের।’

শোনা যাচ্ছে, গিবসন ইংল্যান্ডের কোচ হতে যাচ্ছেন। সেপ্টেম্বরে বিশ্ব জয়ী কোচ ট্রেভর বেলিসের চুক্তির মেয়াদ শেষ হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন