জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে ‘চির উন্নত মম শির’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা এবং ড. সৌমিত্র শেখর, প্রফেসর, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বুলবুল মহলানবীশ। অনুষ্ঠানে অতিথিগণ উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে। আরও বলেছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গে। ‘চির উন্নত মম শির’ অনুষ্ঠানটি স¤প্রচারিত হবে বিকেল ৫টা ২০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন